১৫
চলতি জুলাই মাস হবে শত বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম। এমন মন্তব্য করেছেন, নাসার শীর্ষ জলবায়ুবিদ গ্যাভিন স্মিথ।
বৃহস্পতিবার একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে স্মিথ বলেন, সারাবিশ্বে জলবায়ুর ভয়াবহ পরিবর্তন দেখা যাচ্ছে। ইউরোপের পাশাপাশি চীন এবং যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহ সব রেকর্ড ভেঙে ফেলছে।
তিনি জানান, রেকর্ড তাপমাত্রার জন্য এল নিনো ছোট ভূমিকা পালন করছে। বরং, বায়ুমণ্ডলে প্রতিনিয়ত যে পরিমান গ্রিনহাউস গ্যাস বাড়ছে তাতে প্রতিবছর তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে বলে শঙ্কা প্রকাশ করেন স্মিথ। আগামী বছর আরও উষ্ণ হতে পারে বলেও জানান এ বিশেষজ্ঞ।
আল/ দীপ্ত সংবাদ