পূর্ব শত্রুতার জেরে একজনকে পুড়িয়ে হত্যাচেষ্টার সময় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন কলে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (২ এপ্রিল) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট থানার দুই নম্বর ওয়ার্ডের শাকুয়াইল খালপাড় মহিলা বাজার থেকে মো. হারুন নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তাঁর মামাত ভাই আবুল কালাম (৩৫) কে একদল ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে হাত পা বেঁধে মারধর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।
কলার এ অবস্থায় দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানান।
৯৯৯ কলটেকার কনষ্টেবল মো. সজীব কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল সজীব তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানান। ৯৯৯ ডিসপাচার এসআই মো. জুয়েল হোসেন হালুয়াঘাট থানা পুলিশ এবং কলারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে হালুয়াঘাট থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ আবুল কালাম (৩৫), শাকুয়াইল খাল পাড়, হালুয়াঘাট, ময়মনসিংহ কে উদ্ধার করে এবং মারধর ও অগ্নিসংযোগ করে হত্যাচেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন: মেহেদী হাসান মবিন ও আশিকুল ইসলাম। উভয়ের ঠিকানা শাকুয়াইল খাল পাড়, হালুয়াঘাট, ময়মনসিংহ।
এ সংক্রান্তে একটি মামলা করা হয়েছে। হালুয়াঘাট থানার ওসি শাহীনুজ্জামান খান ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।
এমি/দীপ্ত