বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ স্কুলের শতাধিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক ও বরগুনা জেলা আওয়ামী লীগ নেতা এসএম মশিউর রহমান শিহাব।
বৃহস্পতিবার (১১ মে) সকালে শতাধিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দেয়া হয়।
স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আবদুল লতিফ, জেলা মৎস্যজীবি লীগের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাজিব, ইউপি সদস্য খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক উপ–স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
হালিমা বেগম নামের এক অভিভাবক বলেন, এই স্কুলের অনেক শিক্ষার্থীর অভিভাবক আছেন যারা প্রতি বছর তাদের ছেলে মেয়েদের নতুন স্কুল ড্রেস দিতে পারেন না। বিষয়টি জেনে গরিবের বন্ধু শিহাব ভাই এই স্কুলের শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস উপহার দিয়েছেন। আমরা সকলেই তার জন্য প্রান ভরে দোয়া করবো।
ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাব বরগুনার হাজার হাজার গরীব আসহায় শিক্ষার্থীর লেখা পড়ার খরচের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দীর্ঘ দুই যুগ ধরে বরগুনার মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞত।
আওয়ামী লীগ নেতা এসএম মশিউর রহমান শিহব বলেন, আমি সাধ্যমতো শিক্ষার্থীদের পরিবারেরই একজন হয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন, বরগুনার মানুষের সুখ দুঃখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি যেন আমৃত্যু তাদের পাশে থাকতে পারি।
আফ/দীপ্ত সংবাদ