প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) ভোর ৬টা ৪ মিনিটে দেশটির নিউ ব্রিটেন প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে।
ইউরোপিয়ান–মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ১। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৯ বলে জানিয়েছে।
উভয় সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কিম্বে শহর থেকে প্রায় ১৯৪ কিলোমিটার দক্ষিণ–পূর্বে পোমিও জেলার কাছাকাছি, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর প্রথমে সুনামি সতর্কতা জারি করে ইউএসজিএস, তবে পরে সেটি প্রত্যাহার করে নেয়া হয়। ভূকম্পনের প্রথম ধাক্কার পর প্রায় ৩০ মিনিট ধরে অন্তত চারটি আফটারশক অনুভূত হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ছিল ৫ দশমিক ৩।
এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের ধ্বংসযজ্ঞের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাপুয়া নিউগিনি ‘রিং অব ফায়ার‘ নামে পরিচিত ভূ–প্রবণ এলাকায় অবস্থিত। এই অঞ্চলে প্রশান্ত মহাসাগরের চারদিকে সক্রিয় টেকটোনিক প্লেটগুলোর কারণে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে থাকে। ফলে পাপুয়া নিউগিনিসহ আশপাশের দেশগুলোতে ভূমিকম্প একটি নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।