এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা। ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। স্থানীয় সময় রবিবার (১৬ জুলাই) মধ্যরাতের পরপরই ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। খবর এবিসি নিউজের।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১২টা ৫ মিনিটে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নিউকুইনের লংকোপু শহরের কাছে, ভূপৃষ্ঠের ১৭১ দশমিক ৪ কিলোমিটার গভীরে। এর কম্পন চিলিতে ৬০০ কিমি এলাকা জুড়ে অনূভূত হয়।
এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪।
ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে কি–না বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি–না সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে রবিবার (১৬ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
আফ/দীপ্ত নিউজ