বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

শক্তিশালী ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি সি৮৫

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রিয়েলমি সি৮৫ প্রো’র অবিশ্বাস্য সাফল্যের পর বাংলাদেশে আজ (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৮৫ উন্মোচন করল তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে রিয়েলমি সি৮৫এ চরম সহনশীলতার উপযোগী করে তৈরি করা হয়েছে।

রিয়েলমি সি৮৫এ রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা ব্যাটারি একইসঙ্গে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা। এছাড়াও, অন্যান্য ডিভাইস চার্জের জন্য ফোনটিতে রয়েছে ১০ ওয়াট রিভার্স চার্জিং সক্ষমতা, যা এটিকে বাস্তবে ‘পাওয়ার কম্প্যানিয়নে’ রূপান্তরিত করেছে।

রিয়েলমির যুগান্তকারী অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে সি৮৫ নিয়ে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিজয়ী ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন স্ট্যান্ডার্ডআইপি৬৯ প্রো রেটিং। এই সর্বাধুনিক ডিউরেবিলিটি টেকনোলজি ডিভাইসটিকে ৬০ দিন পর্যন্ত পানির নিচে ডুবে থাকার পরও টিকে থাকতে সাহায্য করে।

এক্সট্রিম প্রোটেকশন ও শক্তিশালী ব্যাটারি সক্ষমতার পাশাপাশি ফোনটিতে রয়েছে দৃষ্টিনন্দন ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, সুপারস্মুথ ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ১,২০০ নিট পিক ব্রাইটনেস। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৬৮৫ ফোরজি প্রসেসর ব্যবহার করা হয়েছে; যা দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং ও অ্যাপ হ্যান্ডলিংয়ে দ্রুত ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়াও, ফটোপ্রেমীদের জন্য ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসা হয়েছে।

আলট্রা ব্যাটারি পাওয়ার, রেকর্ডব্রেকিং ডিউরেবিলিটি ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে রিয়েলমি সি৮৫ পাওয়া যাবে সোয়ান ব্ল্যাক ও কিংফিশার ব্লু এই দুইটি অনন্য রঙে। দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টেরিয়েলমি সি৮৫; ৬ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য ১৮,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য মাত্র ২০,৯৯৯ টাকা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More