ল্যাম্বরগিনির আদলে গাড়ি তৈরি করেছেন ময়মনসিংহের এক মোটর মেকানিক। গাড়িটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা। ময়মনসিংহের মাসকান্দা এলাকায় একটি মোটর ওয়ার্কশপে কাজ করেন, জামালপুরের আব্দুল আজিজ।
পড়াশোনা করেছেন ৭ম শ্রেণী পর্যন্ত। করোনার সময় কাজ কম থাকায়, মাথায় ঢোকে চিন্তাটা। ১৫ মাসের চেষ্টায়, পুরনো একটি টয়োটা স্টারলেট মডেলের গাড়িকে রূপান্তর করেছেন, ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর এলপি-৭০০ মডেলের আদলে। ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে চলতে পারে গাড়িটি। ১১ লাখ টাকা ব্যাংক ঋণসহ মোট ১৫ লাখ টাকা খরচে, স্বপ্ন সত্যি করেছেন আজিজ।
গাড়িটি নিয়ে মানুষের প্রতিক্রিয়ায় খুশি আব্দুল আজিজের দুই সহযোগী। গাড়ি নিয়ে যেখানেই যাচ্ছেন আজিজ, সেখানেই ভিড় করছে সাধারণ মানুষ। তুলছে সেলফিও। ন্যায্য মূল্য পেলে শখের গাড়িটি বিক্রি করতে চান আব্দুল আজিজ।