৬৮
লেবাননে হিজবুল্লাহর প্রায় ১৩০০ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহতের সংখ্যা বেড়ে ৪৯২ জনে দাঁড়িয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) নজিরবিহীন এ বিমান হামলা চালায় ইসরাইল।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতের সংখ্যা ১২০০ এর বেশি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে গত কয়েকদিন ধরে হামলা পালটা হামলা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালায় ইসরাইল।
এদিকে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল বৃহত্তর যুদ্ধ বাঁধাতে চাইছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।