লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে হামলায় দুই ক্যাপ্টেনসহ আট ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও অনেকে।
ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) বিবৃতির বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, বুধবার লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে আট ইসরাইলি সেনা নিহত হয়েছে। তারা লেবানন সীমান্ত অতিক্রম করে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালাতে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি আরও জানিয়েছে, দখলদার সেনাদের হত্যা করার পাশাপাশি হিজবুল্লা যোদ্ধারা ইসরায়েলের তিনটি ট্যাংক ধ্বংস করেছে।
হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ বলেন, এটি সংঘাতের শুরু মাত্র। হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণে প্রতিরোধের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
এদিকে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নিহত আট সেনার নাম–পরিচয় জানিয়েছে আইডিএফ।
নিহতরা হলো– ক্যাপ্টেন হারেল এটিঙ্গার (২৩), ইগোজ কমান্ডো ইউনিটের একটি দলের কমান্ডার।
ক্যাপ্টেন ইটাই আরিয়েল গিয়াট (২৩), ইয়াহালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিট।
সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াম বারজিলায় (২২), ইগোজ কমান্ডো ইউনিট।
সার্জেন্ট ফার্স্ট ক্লাস অর মান্তজুর (২১), ইগোজ কমান্ডো ইউনিট।
সার্জেন্ট ফার্স্ট ক্লাস নাজার ইটকিন (২১), ইগোজ কমান্ডো ইউনিট।
স্টাফ সার্জেন্ট আলমকেন তেরেফে (২১), গোলানি ব্রিগেডের গোপনীয় ইউনিট।
স্টাফ সার্জেন্ট ইডো ব্রয়ার (২১), গোলানি ব্রিগেডের গোপনীয় ইউনিট।
নিহত সেনাদের নাম–পরিচয় জানালেও গুরুতর আহত সেনাদের বিষয়ে এখনও কোনো তথ্য দেয়নি তেল আবিব।
গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরায়েলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।