সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে ২–০ গোলের ব্যবধানে হারল বাংলাদেশ ফুটবল দল।
বৃহস্পতিবার (২২ জুন) ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে দুর্দান্ত ভাবে রক্ষণভাগ সামলে খেলেও শেষ মূহুর্তের ভুলে হতাশায় ডুবে জামাল ভুঁইয়ার দল। প্রথমার্দ্ধের খেলা ০–০ গোলের ব্যবধানে ড্র নিয়ে বিরতিতে যায় দু‘দল। বাংলাদেশের থেকে র্যাংকিংয়ে ৯৩ ধাপ এগিয়ে থেকেও গোলের দেখা পেতে বেশ কষ্ট হয়েছে লেবাননের। রক্ষনভাগ ও গোলরক্ষক আনিসুর রহমান জিকো ফিরিয়ে দেন বেশ কয়েকটি সম্ভাব্য গোল।
কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। ম্যাচের ৭৯তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে বাংলাদেশ। একটি সাধারণ বল দেওয়া নেওয়ায় ভুল হয় এবং লেবাননের দুই ফরোয়ার্ড বল নিয়ে বক্সের মধ্যে প্রবেশ করেন। বক্সের মধ্য থেকে জালে বল জড়ান হাসান মাতুক।
এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে গোল প্রতিশোধ দিতে মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। আর এই সুযোগ কাজে লাগিয়ে পাল্টা আক্রমণে আরেকটি গোল হজম করে বসে লাল–সবুজ বাহিনীরা। এতে হার দিয়েই শুরু হয় বাংলাদেশের সাফের মিশন।
ইমাম/দীপ্ত নিউজ