২১৯
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রী বলেন, ‘চিনি, তেল আমদানি করতে হয়। নানা হিসাব করে এ মূল্য নির্ধারণ করা হয়। সয়াবিন তেলের দাম পাঁচ টাকা ও পাম তেলের দাম চার টাকা কমে যাবে আজ থেকে।’
নতুন দর নির্ধারণের ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতে খরচ হবে ১৬৯ টাকা, যা এতদিন ছিল ১৭৪ টাকা, খোলা সয়াবিন এক লিটার বিক্রি হবে ১৪৯ টাকায় যা এতদিন ছিল ১৫৪ টাকা ও পাম তেল লিটারে চার টাকা কমে বিক্রি হবে ১২৪ টাকায়।
তিনি আরও জানান, খোলা চিনি প্রতি কেজি ১২০ ও প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা কেজিতে বিক্রি হবে।
শায়লা/দীপ্ত নিউজ