লিগস কাপের ফাইনালে লিওনেল মেসির দল ইন্টার মায়ামির প্রতিপক্ষ নাশভিল সকার ক্লাব।
টেনেসির জিওডিস পার্কে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রবিবার (২০ আগস্ট) সকাল ৭টায়। মেসি যোগ দেয়ার আগে দশ ম্যাচে জয়হীন ছিল মায়ামি। এরপর টানা ছয় ম্যাচ জিতে লিগস কাপের ফাইনালে উঠেছে দলটি।
বুধবার (১৬ আগস্ট) ভোরে সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪–১ গোলে হারিয়ে মৌসুমে টানা ষষ্ঠ জয় তুলে নেয় তারা। ফিলাডেলফিয়ায় ঘরের মাঠ পেনসিলভ্যানিয়ার সুবারু পার্কে, স্ট্রাইকার জোসেফ মার্টিনেজের গোলে ম্যাচের তৃতীয় মিনিটেই লিড নেয় মিয়ামি। ২০ মিনিটে ৩০ মিটার দূর থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় গোল উৎসবে নাম লেখান জর্ডি আলভা। ম্যাচে ফিরতে মরিয়া ফিলাডেলফিয়া গোলের দেখা পায় ৭৩ মিনিটে। তবে ৮৪ মিনিটে রুইজের গোল ব্যবধান বেড়ে হয় ৪–১।
নিজেদের ইতিহাসে কখনো শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করতে না পারা দলটা মেসির সুবাদে এবার ট্রফি জয়ের দ্বারপ্রান্তে। ৬ ম্যাচে নয় গোল করে ধারাবাহিকতা দেখাচ্ছেন মেসি।
আল/ দীপ্ত সংবাদ