২৭
রবার্ট লেভানডোভস্কির একমাত্র গোলে রায়ো ভায়েকানোকে হারিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। ২৪ ম্যাচ শেষে রিয়ালের সমান ৫১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে কাতালান ক্লাবটি।
নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ভায়েকানোর কাছ থেকে ভালোই প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে বার্সা। রাফিনহো, ইয়ামালদের বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর ইনিগো মার্টিনেজকে ফাউল করায় পাওয়া পেনাল্টি থেকে অবশেষে কাতালানদের এগিয়ে দেন লেভান্ডোস্কি। ভায়েকানোর গোলরক্ষক অগাস্টো বাতায়ার দৃঢ়তায় আরও কয়েকবার নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় বার্সা। তাতে ওই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।