বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে।
রবিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। এ সময় আরো দুইজন গুরুতরভাবে আহত হয়েছে।
মৃতরা হলেন– পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও চান্দু সিকদারের ছেলে ফিরোজ সিকদার (২০)।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বার্ধক্যজনিতকারণে ওই এলাকার বৃদ্ধ আনিচ হাওলাদার (৭০) মৃত্যুবরণ করেন। আছরের নামাজের জানানজার পর তাকে দাফন দিতে নেয়া হয়। লাশ কবরে নামানোর সময় পাশে থাকা বৈদ্যুতিক ক্যাবল ষ্টিলের তৈরি খাটিয়া স্পর্শ হয়। ক্যাবল লিক থাকায় খাটিয়া বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় চারজন।
তাদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।