টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। এর মাধ্যমে ২০১১ সালে শুরু হওয়া তার ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের অবসান ঘটল আজ।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। এর মাধ্যমে ২০১১ সালে শুরু হওয়া তার ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের অবসান ঘটল আজ।
সোমবার (১২ মে) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কোহলি এই সিদ্ধান্তের কথা জানান।
কোহলি ইনস্টাগ্রামে আবেগঘন এক বিবৃতিতে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেটে ভারতের জার্সি গায়ে দেয়ার ১৪ বছর পূর্ণ হলো।
এই ফরম্যাট আমাকে চ্যালেঞ্জ করেছে, গড়ে তুলেছে, এমন শিক্ষা দিয়েছে, যা সারা জীবন সঙ্গে থাকবে।
২০১১ সালে টেস্টে অভিষেক হয়েছিলো কোহলির। এরপর ১২৩ টেস্টে ৯ হাজার ২৩০ রান করেছেন। একটা সময় গড়টা পঞ্চাশের বেশি থাকলেও শেষদিকে নেমে এসেছে ৪৬.৮৫–তে। এই ফরম্যাটে ৩০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ডাবল সেঞ্চুরির সংখ্যা ৭টি। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ২৫৪।