টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সোমবার (১৯ জুন) ভোর ৬টায় তিস্তার পানিপ্রবাহ ডালিয়া পয়েন্টে রেকর্ড করা হয় ৫২.২০ সেন্টিমিটার। যা বিপদসীমার ৫ সেন্টিমিটার উপরে।
এতে আদিতমারী উপজেলার মহিষখোচা, সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘর ও রাস্তাঘাটে পানি উঠেছে। তিস্তার চরসহ নিম্নাঞ্চলে আবাদ করা বাদাম, পাট, সবজিসহ মৌসুমি ফসলগুলো ডুবে গেছে। এছাড়া, নদীর ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চলগুলোয় পানি প্রবেশ করতে শুরু করেছে।
জেলা প্রশাসন জানিয়েছেন, তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নিচু এলাকায় পানি ঢুকছে। সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সবশেষ খবর রাখতে বলা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হলে সহায়তা দেওয়া হবে। এছাড়া জরুরি যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন।
মাহমুদুল হক/আফ/দীপ্ত নিউজ