রংপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মাল্টা চাষ। খেতে মিষ্টি ও সুস্বাদু হওয়ায়, এর চাহিদাও বেড়েছে অনেক। আর লাভ বেশি হওয়ায় কৃষকরাও উৎসাহিত হচ্ছেন এই বিদেশি ফল চাষে।
রংপুরের মাটি চাষের উপযোগী হওয়ায়, জেলার গঙ্গাচড়া উপজেলার অনেকেই আগ্রহী হচ্ছেন মাল্টা চাষে। ১ একর পতিত জমিতে মাল্টা চাষ করেছেন মাজহারুল ইসলাম। দুই বছর না পেরুতেই তার গাছে ফল এসেছে। তার সফলতা দেখে মাল্টা চাষে উৎসাহিত হয়েছেন আশপাশের কৃষকরাও।
লাভজনক হওয়ায় দিন দিন জেলায় মাল্টা চাষ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে জেলার ১২০ হেক্টর জমিতে চাষ হচ্ছে এই বিদেশি ফল।এই ধারাবাহিকতা বজায় থাকলে, দেশের চাহিদা পূরণ করে আগামীতে বিদেশেও এই ফল রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।