লাগামহীন মূল্যবৃদ্ধি ও অনিয়মের অভিযোগে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার কমিটি বিলুপ্তির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোক্তা অধিদফতরের প্রধান কার্যালয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সফিকুজ্জামান বলেন, ‘মুরগির খুচরা বাজারে অনিয়ম রয়েছে। ক্রয়-বিক্রয়ে রশিদ নেই। তারা কোনো সরকারি নির্দেশনা মানতে চায় না। বাজার কমিটির কথা না মানলে, এমন কমিটি থাকার দরকার নেই।’
এভাবে চলতে থাকলে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার কমিটি বিলুপ্ত করার সুপারিশ করা হবে বলেও জানান ভোক্তা অধিদফতরের মহাপরিচালক।
বেশকিছু দিন ধরেই দেশের ব্রয়লার মুগরির বাজার অস্থির। কিছুতেই যেন দাম কমছে না। সরবরাহ সংকটের দোহাই দিয়ে বিক্রেতারা লাগামহীনভাবে মুরগির দাম বাড়াচ্ছেন। এতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে মুরগির বাজার।
এমি/দীপ্ত