মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত বেড়ে ২৪, বিপর্যয়ের শঙ্কা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতি ক্রমেই খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে প্রচণ্ড বাতাসের কারণে দাবানল আরও তীব্র হয়ে উঠতে পারে।

রবিবার (১২ জানুয়ারি) থেকে শুরু হওয়া শুষ্ক বাতাস বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯৬ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

স্থানীয় দমকলকর্মীরা তিনটি দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন, যার মধ্যে পালিসেইডস এবং ইটনের দাবানলকে আটকানোর জন্য কিছুটা অগ্রগতি হয়েছে। তবে, কর্তৃপক্ষ জানিয়েছেন যে, বাতাসের গতি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

এ পর্যন্ত দাবানলে ২৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৬ জনের মৃতদেহ ইটন এবং ৮ জনের পালিসেইডস এলাকায় পাওয়া গেছে। দাবানলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পালিসেইডসে, যেখানে প্রায় ২৩ হাজার একর এলাকা পুড়ে গেছে। ইটন এলাকায় ১৪ হাজার একর এলাকা ধ্বংস হয়েছে।

অন্যদিকে, হার্স্ট এলাকায় ৭৯৯ একর পুড়লেও, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যখন দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন।

এছাড়া, দাবানল এলাকা থেকে ১ লাখ ৫ হাজার মানুষ সরানো হয়েছে এবং ৮৭ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে বর্তমানে ১৪ হাজার দমকল কর্মী কাজ করছেন, সহায়তায় রয়েছে ৮৪টি এয়ারক্রাফট এবং ১৩৫৪টি ফায়ার ইঞ্জিন।

এদিকে, দাবানল এলাকা থেকে লুটপাটের অভিযোগে অন্তত ২৯ জনকে আটক করা হয়েছে, এর মধ্যে দুজন দমকল কর্মী সেজে চুরি করছিলেন। ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসন দাবি করেছেন যে, ট্রাম্প ‘অযোগ্য রাজনীতিকদের’ জন্য এই বিপর্যয় ঘটেছে এবং তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।

কর্তৃপক্ষ এখনো আগুনের তীব্রতা মোকাবিলা করতে চেষ্টা করছে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে।

এম/আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More