মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

লন্ডনে জমে উঠেছে ঈদ বাজার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঈদুল ফিতরকে সামনে রেখে সারাবিশ্বেই প্রতি বছর জমে ওঠে ঈদ বাজার। যেমনটি জমে উঠেছে যুক্তরাজ্যের লন্ডন শহরেও। প্রবাসী বাংলাদেশীরাও ব্যস্ত কেনাকাটায়।

টাওয়ার হ্যামলেটস, নিউ হাম এড়িয়া লন্ডনের মাটিতে এক খন্ড বাংলাদেশ নামে পরিচিত। এই এরিয়ার হোয়াইট চ্যাপেল, গ্রীন স্ট্রিট এলাকায় রয়েছে বাংলাদেশী, ইন্ডিয়ান ও পাকিস্তানি অসংখ্য দোকানপাট।

লন্ডন ও লন্ডনের বাইরে থেকে এই এরিয়াতে শুধু ঈদ শপিং করার জন্য অনেকেই ছুটে এসেছেন। ইস্ট শপিং মল ও এর আশপাশের দোকান গুলোতে দেখা যায় শুধু বাংলাদেশীদের ভিড়। দোকানে কর্মরত বিক্রেতা যেমন বাংলাদেশী তেমনি ক্রেতারাও বাংলাদেশী।

তাইতো বাংলাদেশ থেকে বহু দূরে বসবাস করেও ঈদ উদযাপনের কোন কমতি রাখতে চাইছেন না প্রবাসী বাংলাদেশীরা।

ঈদের আর বাকি কয়দিন এরই মধ্যে বেশ জমে উঠেছে কেনাবেচা। বিভিন্ন ধরনের সেলোয়ার কামিজ যেমনআঘানূর, অর্গেঞ্জা, শিফন এই বারের ঈদের আকর্ষণীয় পন্য, এছাড়া লেহেঙ্গা, শাড়ী, বোরখাতো আছেই।

বাচ্চাদের জন্য আছে বাহারী রং আর ডিজাইনের জামাকাপড়, ছেলেদের পাঞ্জাবি, শেরওয়ানি, কাবলির বেশ চাহিদা রয়েছে এই ঈদে। জামা কাপড়ের পর জুতা, গহনা আর সাজসজ্জার পালা। কোন কিছুরই কমতি নেই প্রবাসীদের ঈদ কেনাকাটায়।

দব্যমূল্যের উর্ধগতীর প্রভাব পরেছে জামাকাপড়ের দামের উপর, তারপরেও বাংলাদেশী লন্ডন প্রবাসীদের ঈদ কেনাকাটায় যেন কোন কমতি নেই। তবে দূর প্রবাসে দেশ ও পরিবার ছেড়ে ঈদ উদযাপনে কিছুটা অপূর্ণতা রয়েই যায়!

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More