বড়দিন ও নববর্ষ উপলক্ষে লন্ডনে চলছে ব্যতিক্রমী জিঞ্জারব্রেড প্রদর্শনী। যেখানে ভিড় করছেন নানা দেশ থেকে আগত দর্শনার্থীরা।
প্রদর্শনী চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।
স্বাদে অনেকটা কেকের মত মিষ্টি জাতীয় খাবার হলো জিঞ্জারব্রেড। ক্রিসমাসে ঘরে একটি জিঞ্জারব্রেড নাহলে আয়োজন যেন পুরো হয়না।
লন্ডনে সপ্তম বারের মত এই আয়োজিত জিঞ্জারব্রেড প্রদর্শনী রোমের কলোসিয়াম, পিসার টাওয়ারসহ ১৩০ ধরনের কেকের থিম নিয়ে সাজানো হয়।
এবারের আয়োজনে অংশ নেন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ৫০ জন শিল্পী। জিঞ্জারব্রেড ছাড়াও নানা রকমের ক্যান্ডি হাজির করেন তারা।
জিঞ্জারব্রেড প্রদর্শনীতে প্রতিদিন অনেক দর্শনার্থী বিশেষ কোরে শিশুরা ভিড় জমান।
এসএ/দীপ্ত নিউজ