লক্ষ্মীপুর শহরে বোমা ফাটিয়ে একটি জুয়েলারী দোকানে স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা। ঘটনা শেষে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের ব্যবহৃত পিকআপ ভ্যানের চাপায় জবি উল্যা নামে এক পথচারী নিহত হয়। এসময় দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ্দ করে জনতা।
বুধবার (০৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে শহরের চৌধুরী সুপার মার্কেটের আর কে শিল্পালয়ে ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তের হামলায় দোকান মালিক অপু কর্মকার গুরুত্বর আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে মুখোশধারী ৭/৮ জন দুর্বৃত্ত চৌধুরী সুপার মার্কেটের সামনে একের পর এক বোমা বিস্ফোরণ করতে থাকে। বোমার শব্দ ও ধোয়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এরই মধ্যে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে আর কে শিল্পালয়ে ঢুকে স্বর্ণালংকার লুট করতে থাকে। মালিক অপু কর্মকার ও তার ছেলে বাধা দেওয়ার চেষ্টা করলে এলোপাতাড়ি হামলা চালায় দুর্বৃত্তরা। স্বর্ণালংকার লুট শেষে পিকআপ ভ্যানে করে মোহাম্মদ আলী সড়ক দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুত্বর আহতাবস্থায় মালিক অপু কর্মকারকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার।
অপু কর্মকারে ছেলে জানায়, দোকানে ডুকে একজন বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এসময় অন্যরা স্বর্নালংকার লুট করে। যাবার সময় দোকানের সামনে আবারও বাবাকে আঘাত করে রক্তাক্ত করে।
পার্শ্ববর্তী দোকানদার পিযুষ সাহা জানান, বোমা ফাটিয়ে দোকানে ডুকে গ্লাস ভাঙ্গে। বাধা দিলে রাম দা দিয়ে কুপিয়ে জখম করে।
এদিকে দ্রুত গতিতে পালিয়ে যাবার সময় দুর্বৃত্তদের ব্যবহৃত পিকআপটি শহরের ইটের পুল নামক স্থানে দুই পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই জবি উল্যা নামে একজন নিহত যায়। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় পিকআপের ড্রাইভার ও হেলপার দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করে জনগণ। পরে জনসাধারন জানতে পারে শহরে স্বর্ন দোকান ডাকাতি ঘটনার সাথে এরা জড়িত।
এ ঘটনায় শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলসহ পুরো শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তাপস সাহা/আফ/দীপ্ত নিউজ