লক্ষ্মীপুরে সদর উপজেলায় বিয়ে বাড়িতে খাওয়ার টেবিলে পানি দেয়া কেন্দ্র করে বর ও কনে পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে চেয়ার টেবিল এবং ডেকোরেশনের প্যান্ডেল।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার চররুহিতা গ্রামের সরকার বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুবছর আগে পারিবারিকভাবে কামাল হোসেনের সঙ্গে রুমা আক্তারের বিয়ে হয়। বর কামাল বিদেশ চলে যাওয়ায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। কিছুদিন পূর্বে কামাল দেশে আসেন; শুক্রবার বর পক্ষের লোকজন কনে পক্ষের বাড়িতে আসে। খাওয়ার টেবিলে পানি দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়।
এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়। চেয়ার টেবিল ভাঙচুর ও নষ্ট করা হয়ে খাবার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ। সামাজিকভাবে বিষয়টি সমাধানের আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির।
লক্ষ্মীপুর সদর মডেল থানার (এসআই) মো. হান্নান হোসেন বলেন, তুচ্ছ নিয়ে লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে বর–কনে পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।