লক্ষ্মীপুরে দেয়াল–লিখনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হত্যার হুমকি দেয়া হয়েছে। জেলার টুমচরের শিমুলতলী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব এবং জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ির আশপাশে দেয়ালে ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হও‘ লেখা রয়েছে।
এছাড়া আরও লেখা রয়েছে– ‘ছাত্রলীগ আসছে, রাজপথ কাপছে‘, ‘মুক্তির ডাক ৭১‘, ‘মুজিববাদ‘, ‘শেখ হাসিনা আবার আসবে‘।
স্থানীয়রা মনে করছেন, এই হুমকির সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা জড়িত থাকতে পারে। তারা দ্রুত এই ঘটনার তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক এনামূল হক বলেছেন, ‘এমন মৃত্যুর হুমকি কেন্দ্রীয় ও জেলা সমন্বয়কদের বাড়ির কাছে দেয়া হচ্ছে। এটি খুবই উদ্বেগজনক। আমরা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।‘
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানিয়েছেন, ‘এই ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কোনো আতঙ্কের বিষয় নেই, সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।‘