মিথ্যার উপর দাঁড়িয়ে আর কোন রাজনীতি বাংলাদেশে চলতে দেয়া যাবে না। সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নাগরিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এই ভোট চোর সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। লক্ষ্মীপুরে “সিরাজুল আলম খান এবং আগামীর বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠিত আলোচনাসভা এসব কথা বলেন জেএসডি‘র কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ–সভাপতি বেগম তানিয়া রব।
সোমবার সন্ধ্যায়( ১৮ সেপ্টেম্বার) জেলা শাখার আয়োজনে স্থানীয় টাউন হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মনছুর আহম্মদ, আব্দুল মোতালেব, অ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ। সভায় বক্তারা, স্বাধীনতা অন্তপ্রাণ, দেশপ্রেমিক ও দূরদৃষ্টি সম্পন্ন ঘটনাবহুল ব্যাক্তি সিরাজুল আলম খানের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। একই সঙ্গে তার রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন এবং রাষ্ট্র ও সমাজ উপযোগী চিন্তাধারা–রাষ্ট্রশক্তির কাঠামোগত সীমাবদ্ধতা অতিক্রম করে ভবিষ্যৎ বাংলাদেশ বিণির্মাণের প্রয়োজনেই জনগণের সামনে তা তুলে ধরার আহবান জানান।
তাপস সাহা/পূণিমা/দীপ্ত নিউজ