র্যাবের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা খুব শিগগিরই উঠে যাবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, র্যাব বর্তমানে যে কার্যক্রম করছে, তাতে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র সরকার।
সম্প্রতি ঢাকা সফর করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দুই দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিবের পাশাপাশি সৌজন্য বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ১৫ জানুয়ারির বৈঠকে র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয় নিয়ে আলোচনা হয়।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে একটি প্রক্রিয়ার মাধ্যমে। যা একটু জটিল।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনকালীন সরকারব্যবস্থা যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরা হয়েছে। বিএনপিকে জনসভা আয়োজনের সুযোগ দেয়ার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। তবে, সমাবেশের নামে অগ্নি সংযোগ, ভাঙচুর, রাস্তায় ব্যারিকেড দেয়াকে সমর্থন করে না আমেরিকার সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেবে না সরকার। কিন্তু রাস্তা বন্ধ করে, জ্বালাও-পোড়াও নীতি নিলে বা ভাঙচুর করলে ব্যবস্থা নেয়া হবে।