রাজধানী ওয়ারী থেকে সাজাপ্রাপ্ত প্রতারক হামিদুর রহমান পিন্টুকে (৫০) গ্ৰেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব–১০)।
শনিবার (৫ জুলাই) গভীর রাতে ওয়ারী লালমোহন সাহা স্টীট বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব–১০ এর অভিযানিক দল প্রতারক পিন্টুকে গ্ৰেপ্তার করে ঢাকার নবাবগঞ্জ থানায় হস্তান্তর করে।
বিষয়ে নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম।
গ্ৰেপ্তার হামিদুর রহমান পিন্টু নবাবগঞ্জ থানা কালুয়াহাটি উত্তর গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, হামিদুর রহমান পিন্টু‘র বিরুদ্ধে ২০২০ সালে নবাবগঞ্জের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এনআই অ্যাক্টে (চেক ডিজঅনার) মামলা করেন কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা ব্যবসায়ী মো. নূর আলম। দীর্ঘ বিচার কার্যক্রম শেষে ঢাকার যুগ্ম দায়রা জজ ৪র্থ আদালতের প্রতারণা বিষয়টি প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১ বছর সশ্রম কারাদণ্ড এবং ১ কোটি ৯১ লাখ ৬ হাজার টাকা অর্থদণ্ড ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, কয়েকজন ভুক্তভোগী ব্যাবসায়ী প্রতারক হামিদুর রহমান পিন্টু‘র বিরুদ্ধে আদালতে মামলা করে। ৩ মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্ৰেপ্তারি পরোয়ানা জারি করে। পরে র্যাব–১০ অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্ৰেপ্তার করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. আলী হোসেন জানান, জমি বিক্রি করে ব্রিকফিল্ড ব্যবসায় টাকা বিনিয়োগ করেছি। আমাদের সরলতার সুযোগ নিয়ে হামিদুর রহমান পিন্টু প্রতারণা করেছে। এলাকায় তার এরকম প্রতারণার ফাঁদে পড়ে অনেক মানুষ সর্বশান্ত হয়েছে। তার কঠোর শাস্তি হওয়া উচিত।
মাসউদ/এসএ