বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বিশ্ব নেতাদের সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় আয়োজিত ‘আর্থনা সামিট’–এর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
সামিটের মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদি সামাজিক ও মানবিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি।‘
তিনি আরও বলেন, ‘আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, টেকসই ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে হলে জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিকে কেন্দ্র করে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। তরুণদের উন্নত প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করা ছাড়া ভবিষ্যতের পৃথিবী গঠন সম্ভব নয়।‘
অনুষ্ঠানে যোগ দিতে ড. ইউনূস আর্থনা সামিটের ভেন্যুতে পৌঁছালে কাতারের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে স্বাগত জানান।
উল্লেখ্য, ‘আর্থনা সামিট’ হলো বৈশ্বিক উন্নয়ন, অর্থনীতি, প্রযুক্তি ও মানবিক সংকট নিয়ে আলোচনা ও সহযোগিতার একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এবারকার সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতি নির্ধারক, অর্থনীতিবিদ ও মানবাধিকারকর্মীরা অংশ নিয়েছেন।