রোহিঙ্গা প্রত্যাবসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চীন সুন্দরভাবে মধ্যস্থতা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ ফরেন সার্ভিস ডের অনুষ্ঠানশেষে তিনি একথা জানান।
চলতি মাসের শুরুতে অনেকটা নীরবে ঢাকা সফর করেন চীনের বিশেষ দূত দেং সি জুন। তিনি ৬ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন তিনি। দেং সি জুনের ঢাকা সফরের ধারাবাহিকতায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত শনিবার চীন সফর করছেন। তবে চীনের মধ্যস্থতায় কুনমিংয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, তাঁর ওয়াশিংটন সফরের আগে চীনা বিশেষ দূতের সাথে বৈঠক হয়েছিল। রোহিঙ্গারা কীভাবে তাড়াতাড়ি ফেরত যাবে, সে বিষয়ে আলোচনা হয়েছিল। তিনি জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে চীন ভালো উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ আশাবাদী রোহিঙ্গারা সসম্মানে নিজদেশ মিয়ানমারে ফেরত যেতে পারবে।
এফএম/দীপ্ত সংবাদ