রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

রোমে ‘ওপেন ডে’ পালিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ইতালির রোমে ‘ওপেন ডে’ পালন করেছে তরপিনাত্তারা মুসলিম সেন্টার (টিএমসি)।

ইতালির রোমে স্থানীয় অমুসলিম কমিউনিটির সাথে সুসম্পর্ক স্থাপন এবং ইসলাম সম্পর্কে সঠিক ধারণা প্রচারের লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন করেছে তরপিনাত্তারা মুসলিম সেন্টার (টিএমসি)

স্থানীয় সময় রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই আয়োজনে ইতালিতে বসবাসকারী মুসলিমদের অমুসলিম প্রতিবেশী, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইতালীয় নাগরিকরা বিপুল উৎসাহে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বেচ্ছাসেবীরা অতিথিদের অভ্যর্থনা জানান এবং ইতালীয় ভাষায় ইসলামের মূল আদর্শ ও সেন্টারের কার্যক্রম ব্যাখ্যা করেন। মুসলিম ছাত্রদের সংগঠন ‘সেন্ত্র জোভানিলে দি রোমা’ (সিজিআর)-এর অংশগ্রহণে সেন্টারে আগত দর্শনার্থীদের জন্য হিজাব, কুরআনে বিজ্ঞানের অবস্থান, ঈদ এবং ইসলামের পাঁচটি স্তম্ভ নিয়ে পৃথক স্টল সাজানো হয়। অতিথিদের বিভিন্ন কৌতূহলী প্রশ্নের বিস্তারিত উত্তর দেন সিজিআরএর সদস্যরা। এছাড়া ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীতে অমুসলিম অতিথিরা নিজেদের নাম আরবিতে লিখিয়ে নিতে বিশেষ আগ্রহ দেখান।

কুরআন তিলাওয়াতের মাধ্যমে ‘ওপেন ডে’র মূল কনফারেন্স শুরু হয়। এতে সিজিআরএর টারমিনি জোন টিম লিডার নুমায়ের আহনাফ পাওয়ারপয়েন্ট প্রদর্শনীর মাধ্যমে মসলিমদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে ইতালিয়ান নওমুসলিম সারা বুলিওনে ইসলামে নারীর অধিকার, শান্তির বার্তা এবং ধর্মীয় উৎসবের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন লা সাপিয়েন্সা ইউনিভার্সিটির ইতিহাস ও নৃবিজ্ঞানের অধ্যাপক কারমেলো রুচ্ছো এবং সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক গবেষক মারতা সালদোনে। স্থানীয় গির্জার প্রতিনিধিরা খৃষ্টান ও ইসলাম ধর্মের সহাবস্থান এবং মসজিদের ইতিবাচক ভূমিকা নিয়ে তাদের মূল্যবান অভিমত ব্যক্ত করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More