ইতালির রাজধানী রোমের প্রাণকেন্দ্রে স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের কাচ ভেঙে পড়ে এবং আগুন দ্রুত পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রোল পাম্পের তেলের ট্যাংকে কারিগরি ত্রুটি বা গ্যাস লিকের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ এবং দমকল বাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাম্প এলাকা থেকে হালকা ধোঁয়া বের হতে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই এক প্রচণ্ড বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে এবং আকাশ ছুঁয়ে ওঠে আগুনের লেলিহান শিখা। পুরো আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন পুলিশ সদস্যসহ মোট ১৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
রোমের মেয়র দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, “এটি এক মর্মান্তিক দুর্ঘটনা। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছি এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।”
পুলিশ ও তদন্ত সংস্থা বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। নিরাপত্তার স্বার্থে বিস্ফোরণস্থল ঘিরে ফেলা হয়েছে এবং জনসাধারণকে ওই এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, রোমে সাম্প্রতিক সময়ে তাপপ্রবাহের কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়েছে। গত দুই দিনে শহরে একটি বাস ও দুটি প্রাইভেট গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আল