জোড়া গোলে পিছিয়ে থেকেও দারুণ কামব্যাক বার্সেলোনার। ৬ গোলের থ্রিলার শেষ হলো অমীমাংসিতভাবে। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ৩–৩ গোলে ড্র করলো বার্সা–ইন্টার।
রোমাঞ্চকর সেই ম্যাচে যেন সবুজ গালিচায় ফুল ফোঁটালেন দুই দলের ফুটবলাররা। আক্ষরিক অর্থেই একটি দুর্দান্ত ফুটবল ম্যাচ উপভোগ করলেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমী‘রা। তবে শেষপর্যন্ত ম্যাচ শেষ হয় ৩–৩ ফলাফলে।
অলিম্পিক স্টেডিয়ামে ৫০ হাজারে‘র বেশি বার্সা সমর্থকদের নিশ্চুপ বানিয়ে দিয়ে আনন্দে ফেটে পড়ে ইতালিয়ান জায়ান্টরা। মাত্র ৩০ সেকেন্ডেই কাতালুনিয়ানদের জালে বল পাঠায় ইন্টার মিলান। যা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ইতিহাসে সবচেয়ে দ্রুততম। দ্বিতীয়টি হয় ২১ মিনিটে।
জোড়া গোলে পিছিয়ে থেকেও দারুণ কামব্যাক করলো বার্সেলোনা। ৬ গোলের থ্রিলার শেষ হলো অমীমাংসিতভাবে। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ৩–৩ গোলে ড্র করলো বার্সা–ইন্টার।
হাইভোল্টেজ সেমিফাইনালে, হাল ছাড়বে না বার্সা, সেটা হয়তো ভুলেই গিয়েছিলো মিলান। ২৪ মিনিটে, লামিনে ইয়ামাল ম্যাজিক শুরু। তাতে কামব্যাক বার্সা‘র। ৩৮ মিনিটে, ফেরান টোরেসে‘র গোলের ম্যাচে সমতা ফেরা বার্সা‘র।
বিরতি‘র পর অনেক ম্যারম্যারে ছিলো দু‘দলের লড়াই। গোল করার চেয়েও, মিস করতেই যেন বেশি মনোযোগী ছিলেন তারা। এর মাঝেও ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে যায় নেরাজ্জুরিরা। এ যাত্রাতেও লিড এনে দেন ডামফ্রিস।
কিন্তু ম্যাচটাতে যে কাউকেই জিততে দিতে চাননি ফুটবল ইশ্বর। তাই তো, ঠিক দুই মিনিটেই সমতায় কাতালান‘রা। রকেট গতির শটে সোমারকে বোকা বানান রাফিনিয়া। স্কোরলাইন ৩–৩।
সমতায় শেষ হয় রুদ্ধশ্বাস সেমিফাইনালে‘র প্রথম লেগ। সব রোমাঞ্চ জমে রইল সান সিরোর জন্য। ফাইনালে ওঠার ফয়সালা হবে আগামী মঙ্গলবার।
হাসিব/আল