মেসি ও রোনালদো একাদশে না থাকলেও রিয়াদ সিজন কাপে গোলের কমতি ছিলনা আল নাসর আর মায়ামির ম্যাচে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ক্লাব প্রীতি ম্যাচে সৌদি আরবের কিংডম অ্যারেনায় রোনালদোর আল নাসরের বিপক্ষে ৬–০ গোলে বিধ্বস্ত হয়েছে মেসিরা। যেখানে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন তালিসকা।
চোটের কারণে পর্তুগিজ বরপুত্র রোনালদো না থাকায় ম্যাচের জৌলুস অনেকটাই হারায় শুরু থেকেই। এ কারনে মেসিকে ঘিরেই ছিলো সব উত্তেজনা। তবে বিশ্বকাপজয়ি কিংবদন্তিকে একাদশে না রাখার ফলাফলটা বেশ ভালোভাবেই পেয়েছে মায়ামি কর্তৃপক্ষ।
ম্যাচের শুরুতেই মায়ামির গলা চেপে ধরে নাসর। মায়ামির জালে প্রথম বল জড়ায় তৃতীয় মিনিটে। পর্তুগিজ মিডফিল্ডার ওতাভিও লিড এনে দেন নাসরকে। ম্যাচের মাত্র ১২ মিনিটেই ৩ গোল হজম করে মিয়ামি। ৩–০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় নাসর। বিরতি থেকে ফিরে আরও তিনটি গোল দেয় আল আলামিরা। যেখানে ৭৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তালিসকা।
৮৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। তবে তিনি মাঠে নেমেও খেলার ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারেননি। শেষ পর্যন্ত আধ ডজন গোল হজম করে ম্যাচ থেকে অনেক দূরে ছিটকে গেছে মেসি–সুয়ারেজদের মায়ামি।
ম্যাচে বল দখলে দুই দলের মধ্যে বড় ধরনের কোন পার্থক্য ছিল না। আল নাসরের ৫৩ শতাংশের বিপরীতে মায়ামির দখলে বল ছিল ৪৭ শতাংশ। তবে আল নাসর বড় পার্থক্য গড়েছে সুযোগ তৈরিতে। ২১টি শট নিয়ে ১৪টি লক্ষ্যে রাখে তারা। অন্য দিকে ইন্টার মায়ামি ১২ শটের মাত্র ৩টিই রাখে লক্ষ্যে।
উল্লেখ্য, প্রাক–মৌসুম প্রস্তুতি ম্যাচে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৩ টিতেই হেরেছে মায়ামি এবং অন্যটিতে করেছে ড্র।
আরও পড়ুন: মেসি–নেইমারকে পিছনে ফেলে শীর্ষে রোনালদো
এসএ/দীপ্ত নিউজ