২০২৩–২৪ রোটাবর্ষে রোটারি ড্রিষ্ট্রিক্ট–৩২৮২ এলাকায় ২০০ গৃহহীনদের ঘর করে দিবেন বলে জানিয়েছেন ড্রিষ্ট্রিক্ট গভর্ণর প্রকোশলী মতিউর রহমান।
বুধবার (৫ জুলাই) দুপুরে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম কনভেনশন হলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মতিউর রহমান বলেন, ‘রোটাবর্ষ উপলক্ষে চট্রগ্রামে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার, ফেনীতে রোটারি সেন্টারসহ একাধিক জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে‘।
রোটারিয়ান সাংবাদিক শাহাদাত হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন রোটারি এরিয়া অ্যাডভাইজার আবু জুবায়ের ভূঁইয়া মুন্না, এরিয়া কো–অর্ডিনেট সাইদুল মিল্লাত মুক্তা সহ রোটারি পদ্মা জোনের দশটি ক্লাবের প্রতিনিধিবৃন্দ।
বর্তমানে পৃথিবীর ২০৪ টি দেশে ৪৬ হাজার রোটারি ক্লাবের মাধ্যমে ১৪ লাখের অধিক রোটারিয়ান মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।
আবদুল্লাহ আল–মামুন/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ