ইসলামের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক, জ্ঞানসম্পন্ন সুস্থ ব্যক্তির উপর রোজা রাখা ফরজ। শারীরিকভাবে রোজা পালনে সক্ষম ব্যক্তির জন্যই রোজা রাখা আবশ্যক। রোজার রয়েছে গুরুত্বপূর্ণ বিধি–বিধান। রোজা সঠিকভাবে রাখতে অবশ্যই মাসআলা মাসায়েল সম্পর্কে জানতে হবে।
চলছে পবিত্র রমজান। মাহে রমজানের এই মাসে আমাদের অনেকেরই মনে নানা প্রশ্ন আসে। আমাদের আজকের প্রশ্ন হলো– হাত–পা কেটে বেশ রক্ত পড়েছে, রোজা কি ভেঙে যাবে?
জানা যায়, রোজা ভঙ্গের কারণ হচ্ছে, স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোনও কিছু প্রবেশ করানো। শরীর থেকে কোনও কিছু বের হলে রোজা ভঙ্গ হয় না। তাই দুর্ঘটনা বা অন্য কোন কারণে হাত–পা কেটে রক্ত পড়লে রোজা ভাঙবে না। রক্ত গড়িয়ে পড়লে অজু ভাঙ্গে, রোজা ভাঙ্গে না। (বোখারি শরিফ ১৯৩৮, মুসলিম ১১০৬, আবু দাউদ ২৩৭২, বায়হাকি ৩৯৬০)
তাই সব ধর্মপ্রাণ মুসলমানই ইসলামের সব বিধি বিধান মেনে এ মাসে রোজা পালন করেন। কিন্তু রোজা রেখে আহত হয়ে শরীর থেকে রক্ত বের হওয়ার বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা না থাকায় কোনো কারণে এ পরিস্থিতির শিকার হলে রোজা ভেঙে ফেলেন।
আল