ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরবের মক্কায় এবার পবিত্র রমজান মাসের শুরু তথা প্রথম রোজার দিন হতে পারে আগামী শনিবার (১ মার্চ) বা রবিবার (২ মার্চ)। বিষয়টা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। অন্যান্য দেশে বিশেষ করে পশ্চিম গোলার্ধে এবার রমজান শুরু হতে পারে মক্কার আগেই।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধানে মুসলিম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।
কাউন্সিলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, চাঁদ অনুসন্ধানে সক্ষম এমন ব্যক্তিদের প্রতি আবেদন জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, কেউ যদি খালি চোখে অথবা দূরবীন ব্যবহার করে রমজানের চাঁদ দেখতে পান তাহলে তিনি যেন বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
এদিকে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল সেন্টার জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের সুনির্দিষ্ট গণনার ভিত্তিতে চলতি বছরের ১ মার্চ শনিবার রমজানের প্রথম দিন হবে বলে আশা করা হচ্ছে। তবে বিষয়টি চাঁদ দেখার ওপরই নির্ভর করছে।
আল