রোজার মাসে বেশি প্রয়োজন হয় এমন পণ্য আমদানি স্বাভাবিক রাখতে ‘কিছু ডলার নির্দিষ্ট করে’ রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের সামনে বলেন, প্রয়োজনে এলসি (ঋণপত্র) ছাড়াই পণ্য আমদানির কিছু অনুমোদন দেওয়ার ক্ষমতা তার আছে। কেউ যদি এলসি নিয়ে জটিলতায় পড়েন, বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে জানালে বিবেচনা মত অনুমতি দিয়ে দেওয়া হবে।
ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের বৈশ্বিক পরিস্থিতিকে কারণ হিসেবে দেখিয়ে ২০২২ সালের মাঝামাঝি থেকে বাজারে ঘুরেফিরে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। অনেক ভোগ্যপণ্যের দাম এখনও চড়া। মাঝেমধ্যে তেল, চিনিসহ বেশ কয়েকটি পণ্যের সরবরাহ সংকটও তৈরি হয়; তখন সেগুলোর দামও অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেন ব্যবসায়ীরা বলে অভিযোগও ওঠে।
এমন পরিস্থিতিতে ডলার সংকটের কারণে রোজার পণ্য আমদানিতে কিছুদিন থেকে সমস্যা হওয়ার কথা বলে আসছিলেন ব্যবসায়ীরা। এলসি খুলতে তারা ডলারের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ ব্যাংকসহ সরকারের বিভিন্ন পর্যায়ে বলে আসছিলেন।