১১ বছর পর কোপা দেল রেতে এল ক্লাসিকো দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। বাংলাদেশ সময় রাত ২টায় দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা লড়বে একে অন্যের। তবে ফুটবলের সবুজ গালিচায় এই মহারণের বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে রেফারি বিতর্ক। মূল রেফারি বুর্গোস বেনগোচেয়া ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পাবলো গঞ্জালেসকে না বদলালে ফাইনাল ম্যাচ বয়কট করবে রিয়াল। এমটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।
স্পেনে রেফারিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের বিরোধের ঘটনা অনেক দিনের। তবে কোপা দেল রে ফাইনালকে কেন্দ্র করে অতীতের সব নজির ছাপিয়ে রিয়াল–রেফারি উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে।
গত ১২ এপ্রিল স্পেনের দ্বিতীয় সারির টুর্নামেন্টের ফাইনালের জন্য রেফারি চূড়ান্ত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। দায়িত্ব দেয়া হয় রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়াকে। ক্যারিয়ারে চতুর্থবারের মতো কোনো এল ক্লাসিকো ম্যাচ পরিচালনা করবেন তিনি।
এর আগে ২০২৩ সালে লা লিগার ক্লাসিকোতেও বাঁশি বাজিয়েছিলেন বেনগোচেয়া।
মাঠের লড়াইয়কে পাশ কাটিয়ে রেফারি ইস্যুটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্প্যানিশ গণমাধ্যম বলছে, ফাইনালও বয়কট করতে পারে লস ব্লাঙ্কোরা।
সম্প্রতি রিয়াল মাদ্রিদ টিভির প্রতিবেদনে বলা হয়, বেনগোচেয়া দায়িত্বে থাকলে রিয়ালের জয়ের হার নেমে আসে ৬৪ শতাংশে; অন্যদিকে তার অধীনে বার্সেলোনা জয় পায় ৮১ শতাংশ ম্যাচে।
প্রতিবেদনে আরও বলা হয়, তিনি উয়েফার লাইসেন্সধারী হলেও কখনো চ্যাম্পিয়ন্স লিগ বা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার সুযোগ পাননি।
রিয়াল মাদ্রিদের সমর্থকদের মতে, স্প্যানিশ এই রেফারি দীর্ঘদিন ধরে রিয়ালের বিপক্ষে পক্ষপাতমূলক আচরণ করে আসছেন। স্প্যানিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রেফারি পরিবর্তন না করা হলে এল ক্লাসিকো বর্জন করতে পারে রিয়াল।
এদিকে, ফাইনালের আগে রীতি অনুযায়ী সংবাদ সম্মেলনে আসেন রেফারিরা। সেখানে রিয়াল মাদ্রিদ টিভির বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ তুলে আবেগপ্রবণ হয়ে পড়েন বেনগোচেয়া।
তার এমন বক্তব্যের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রেফারি পরিবর্তনের দাবি জানায় রিয়াল। কিন্তু ফেডারেশন তা প্রত্যাখ্যান করলে ম্যাচ–পূর্ব সব আনুষ্ঠানিকতা বর্জনের সিদ্ধান্ত নেয় ক্লাবটি। অনুশীলন সংবাদ সম্মেলনে দুই কোচের ফটোশুট সবই বাতিল করেছে রিয়াল।
অন্যদিকে সব প্রস্তুতি সেরে ফেলেছে বার্সেলোনা। ট্রেবল জয়ের লক্ষ্যে কোনভাবেই ভুল করতে চায় না কাতালান ক্লাবটি। যদিও লেভানডোভস্কির ইনজুরি দলের জন্য দুশ্চিন্তার কারণ। তবে সাম্প্রতিক ছন্দ এবং রিয়ালের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যান বিবেচনায় বার্সাই ফাইনালে ফেভারিট হিসেবে মাঠে নামবে বলে মনে করছে বিশ্লেষকরা।
মোহাম্মদ হাসিব/ দীপ্ত সংবাদ