আদিকাল থেকে মানুষ সৌন্দর্যের পূজারি, সৌন্দর্য বৃদ্ধি করতে এবং ধরে রাখতে তারা বিভিন্ন ধরনের ভেজষ উপাদান ব্যবহার করতেন, যেমন: উপটান, বেসন, চন্দন, হলুদ, শিকাকায়, ভ্রিন্ধরাজ, আমলা, রিঠা ইত্যাদি।
বর্তমানে মানুষ অনেক ব্যস্ততায় সময় কাটায়, নিজের জন্য আলাদা করে সময় বের করে রূপচর্চা করা দায়। কিন্তু আমরা সহজেই ঘরে বসে রূপচর্চা করতে পারি, এতে করে আমাদের রুক্ষ, শুষ্ক, নিষ্প্রাণ ত্বক ও চুল হবে সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল।
আমরা প্রতিদিন ঘোরয়া পদ্ধতিতে কত রকম রূপচর্চার কথা শুনে থাকি ও করে থাকি। কিন্তু ধনেপাতা দিয়ে রূপচর্চা শুনেছেন বা করেছেন কখনো? ধনেপাতা মুখের ব্রন, ব্লাক হেডস দূর করতে সাহায্য করে এমন কি সাস্থ্যজ্জ্বল ও কোমল করে থাকে।
ধনেপাতাতে আছে ১১ রকম তেল যা আমাদের শরিরের জন্য খুব প্রয়োজনীয়। আরো রয়েছে ৬ প্রকার এ্যাসিড, ভিটামিন এ , ভিটামিন সি ও ফাইটকেমিকেল যা এন্টিঅক্সিডেন্ট এবং এন্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। এটি আমাদের মুখের জন্য অত্যন্ত উপকারী।
ত্বকে ব্যবহার পদ্ধতি: ধনেপাতা ৩ টি উপায়ে ত্বকে ব্যবহার করা যায়।
ধনেপাতা ও কাচা হলুদের মিশ্রণ:
১ মুঠো ধনেপাতা, ১ টুকরো কাচা হলুদ
বানানোর পদ্ধতি: ধনেপাতা ও কাচা হলুদ এক সাথে ব্লেন্ড করে পেস্টটি মুখে দিয়ে ৩০ মি: রেখে ধুয়ে ফেলতে হবে। ব্রণ দূর করতে ও ব্রাইট করতে সাহায্য করে।
ধনেপাতা ও লেবুর রসের মিশ্রণ :
১ মুঠো ধনেপাতা লেবুর রস দিয়ে ব্লেন্ড করে পেস্টটি মুখে লাগাতে হবে, এতে করে ব্লাকহেডস দূর হবে। এ পেস্টটি মুখে লাগানোর পর রোদে যাওয়া যাবে না, রাতে লাগানোই ভাল।
ধনেপাতা ও অ্যালোভেরা/ টক দই:
১/২ মুঠো ধনেপাতার সাথে অ্যালোভেরা বা টক দই মিস্কড করে পেস্টটি মুখে ব্যবহার করলে মুখ থাকবে উজ্জল এবং কলাজেন ও ইলাস্টিন বাড়াতে সাহায্য করে।
যূথী/ দীপ্ত সংবাদ