রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী জালাল আহমদ জালালকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে।
জালাল আহমদ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী। আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ সেশনের ছাত্র। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর মুহসীন হল প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে অভিযুক্ত জালাল আহমদকে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, “এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে।”
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ভিপি পদপ্রার্থী হওয়া সত্ত্বেও তিনি সহপাঠীদের সঙ্গে অসদাচরণ করে আসছিলেন।
আহত রবিউল হক জানান, রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে প্রবেশ করে লাইট জ্বালিয়ে শব্দ করতে থাকেন। এতে ঘুম ভেঙে যাওয়ায় তিনি প্রতিবাদ করলে জালাল তাকে বহিরাগত বলে গালাগাল করেন এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, “ঘটনাটি তদন্ত করে জালালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”
তিনি আরও জানান, এ ঘটনার কোনো প্রভাব ডাকসু নির্বাচনে পড়বে না।