বাংলাদেশ ও ভারতের মধ্যে ডলারের মাধ্যমে এতদিন ধরে চলা বাণিজ্যিক লেনদেনে এবার যুক্ত হচ্ছে রুপি। মঙ্গলবার (১১ জুলাই) সকালে ঢাকায় বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় দূতাবাসের যৌথ আয়োজনে রুপিতে বাণিজ্য কার্যক্রম উদ্বোধন করা হবে।
শুরুতে দুইটি দেশের দুইটি করে চারটি ব্যাংকের মাধ্যমে রুপিতে আমদানি–রপ্তানি পণ্যের মূল্য পরিশোধ করা যাবে। খোলা যাবে এলসি। এতে উভয় দেশের উদ্যোক্তাদের বাণিজ্য খরচ কমে আসার সঙ্গে ডলার নির্ভরতাও কিছুটা কমে আসবে বলে মনে করছেন ব্যাংকার, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।
শুরুতে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সোনালী ও বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) ও আইসিআইসিআই ব্যাংক রুপিতে বাণিজ্য লেনদেনের নিষ্পত্তিতে অংশ নিচ্ছে।
বৈদেশিক বাণিজ্যে লেনদেন সহজ করতে এবং ব্যয় সাশ্রয়ে বিকল্প মুদ্রা চালুর দাবির প্রেক্ষিতে গত কয়েক মাস ধরে উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার পর সীমিত পরিসরে রুপিতে লেনদেন শুরু হচ্ছে।
গত কয়েক মাস ধরে উভয় দেশের আলোচনার পর সীমিত পরিসরে বিকল্প এ লেনদেন বাস্তবে রূপ নিচ্ছে। এতে প্রতিবেশী দুই দেশের ডলার নির্ভরতা কিছুটা কমবে বলে মনে করছেন ব্যাংকার, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।
আফ/দীপ্ত নিউজ