মিরপুরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে দুপুর ২ টায় মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বিশ্বকাপ দল বাছাইয়ের অংশ হিসেবে ঘরের মাটিতে এই সিরিজে কয়েকজন ক্রিকেটারের উপর নজর থাকবে নির্বাচক ও ভক্ত সমর্থকদের। তাদের মধ্যে একজন মাহমুদুল্লাহ রিয়াদ।
ওয়ানডেতে টাইগারদের জার্সি গায়ে রিয়াদ শেষ ম্যাচ খেলেছেন মার্চের ৬ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে। কিউইদের বিপক্ষে এই সিরিজে ব্যাট হাতে জবাব দেয়ার পাশাপাশি ব্যক্তিগত কিছু মাইলফলকের সামনেও দাঁড়িয়ে রয়েছেন তিনি।
দীর্ঘ ১৯৯ দিন পর, ক্যারিয়ারের ২১৯ তম ম্যাচ খেলতে নামার আগে রিয়াদের সামনে রয়েছে, ক্রিকেটের তিন ফরমেট মিলে ১০ হাজার রানের ক্লাবে ঢোকার সুযোগ। এখন পর্যন্ত তিন ফরমেট মিলে রিয়াদ রান করেছেন ৯ হাজার ৯৮৬। আর মাত্র ১৪ রান হলেই, বাংলাদেশের ৪র্থ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করবেন সাইলেন্ট কিলার। রিয়াদ বাদে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম রয়েছেন এই ক্লাবে।
এছাড়াও রিয়াদের সামনে রয়েছে আরও একটি রেকর্ডের হাতছানি। আর মাত্র ৫০ রান হলেই তিনি ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন।
ওয়ানডেতে রিয়াদের ৩ টি সেঞ্চুরির ২ টি এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। একটি ২০১৫ সালের বিশ্বকাপে ও অপরটি ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির আসরে। এছাড়াও কিউইদের বিপক্ষে ২৬ ম্যাচে ৩৪ ব্যাটিং গড়ে ৬৭৬ রান করেছেন তিনি। তাই পছন্দের প্রতিপক্ষের বিপক্ষে রিয়াদের ব্যাটে–বলে ফিরে আসার জবাবটা কেমন হয়, তা এখন সময়ের অপেক্ষা।
ইমাম/দীপ্ত নিউজ