প্রতারণার মামলায় গ্রেপ্তার হলেও কারাগারে যেতে হল না গায়ক মাঈনুল আহসান নোবেলকে। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়ার পর জামিন পেয়েছেন তিনি।
বাদীর অনাপত্তিতে বিচারক অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন বলে জানিয়েছেন আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম।
অর্থ নিয়ে গান গাইতে না যাওয়ার অভিযোগে শুক্রবার মতিঝিল থানায় মামলা করেন সাফায়েত ইসলাম নামে এক ব্যক্তি।
পরদিন গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে একদিনের হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক হুমায়ুন কবির।
তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে নোবেলের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিন ৫ হাজার টাকা মুচলেকায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত নোবেলকে জামিন দেন।
শুনানিতে নোবেলের আইনজীবী শুনানিতে বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে এ মামলা হয়েছে। অনুষ্ঠানে নোবেল যেতে পারেনি অসুস্থতার কারণে। বাদী ও আসামির সমঝোতা হয়েছে। গায়ক নোবেল গানের অনুষ্ঠানের অগ্রীম সম্মানীর টাকা বাদীকে ফেরতও দিয়েছেন।’
শরীয়তপুরের একটি স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে গান গাইতে না যাওয়ায় মামলাটি হয়।
এমি/দীপ্ত নিউজ