ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীর ‘অস্বস্তিকর‘ আচরণের অভিযোগ করেছেন নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় নির্বাচিত বিজেপি সাংসদ ফাঙ্গনন কন্যাক। অন্যদিকে, ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগ তুলে পদ্মশিবির তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী ভারতের সংসদে উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে। সংসদ ভবনের মকর প্রবেশদ্বারে ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা বিক্ষোভ প্রদর্শনের সময় বিজেপি সাংসদদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় প্রতাপচন্দ্র ষড়ঙ্গী মাটিতে পড়ে গিয়ে আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ষড়ঙ্গী অভিযোগ করে বলেন, “রাহুল গান্ধীর ধাক্কায় আমি মাটিতে পড়ে যাই।”
অন্যদিকে, সাংসদ ফাঙ্গনন কন্যাক অভিযোগ করে বলেন, “রাহুল গান্ধী আমার কাছে এসে চিৎকার শুরু করেন। এতে আমি খুব অস্বস্তি অনুভব করি। একজন সাংসদের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না।”
বিজেপির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, ধস্তাধস্তিতে সাংসদ মুকেশ রাজপুতও আহত হয়েছেন।
এ বিষয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেন, “রাহুল গান্ধী কি অন্য সাংসদদের পেটানোর জন্য কুংফু–ক্যারাটে শিখছেন?”
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর উপলক্ষে বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “এখন একটা ফ্যাশন হয়েছে, অম্বেডকর, অম্বেডকর…। এতবার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।”
এই মন্তব্যের পর থেকেই বিরোধী দলগুলো অমিত শাহের বিরুদ্ধে অম্বেডকরের অবমাননার অভিযোগ তুলেছে।
কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে অভিযোগ করেছেন, সংসদ চত্বরে তাকে ধাক্কা দিয়েছেন বিজেপি সাংসদরা। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হতে পারে।
সূত্র: আনন্দবাজার