দিনাজপুর বীরগঞ্জের ভাবকী–শীতলাই পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তাটি সংস্কার না হওয়ার প্রতিবাদ স্বরুপ ধানের বীজতলা রোপন করেছেন ভুক্তভুগিরা। চারা রোপনের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমেই প্রতিবাদের ঝড় উঠে ।
শনিবার (১৫ জুলাই) দুপুরে ভোগনগর ইউনিয়নের ভাবকী যুব সমাজের উদ্দ্যেগে প্রতিবাদ সমাবেশে অংশ নেন ওই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার তিন শতাধিক মানুষ।
প্রতিবাদ সমাবেশে এলাকাবাসী অভিযোগ করেন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রহিম বখ্স উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা–পঞ্চগড় মহাসড়ক থেকে ভাবকী হয়ে শীতলাই পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন চলাচলের অনুপযোগী। সড়ক সংস্কারের জন্য নানা জায়গায় ধর্ণা দিয়েও কোনও কাজ হচ্ছে না। সড়কটি এলাকার একমাত্র যোগাযোগের মাধ্যম হওয়ায় এলাকার রোগী, গর্ভবতী নারীসহ সব পেশাজীবী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, শিগগিরই যদি রাস্তা মেরামতের কাজ শুরু না হয় তাহলে দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যুব সমাজের আমিন ইসলাম, মিনারুল ইসলাম, নাঈম ইসলাম, আরিফ ইসলাম, মর্জিনা বেগমসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর ইসলাম বলেন, রাস্তাটি জনসাধারণের চলাচলের অযোগ্য হওয়ায় রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
সুলতান মাহমুদ/এসএ/দীপ্ত নিউজ