বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
বুধবার, অক্টোবর ২৯, ২০২৫

রাসেলস ভাইপারের উপদ্রব: বন মন্ত্রণালয়ের ৮ পরামর্শ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে বিষধর রাসেলস ভাইপার সাপ ছড়িয়ে পড়েছে। এতে মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। এ অবস্থায় জননিরাপত্তা এবং জনকল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

শনিবার (২২ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। তাই সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ক্ষেত্রে সাপের কামড় এড়াতে ৮টি পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেগুলো হলো

. যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে, সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

. লম্বা ঘাস, ঝোঁপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন। গর্তের মধ্যে হাতপা ঢুকাবেন না।

. সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরুন।

. রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন।

. বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখুন।

. পতিত গাছ, জ্বালানি লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন।

. সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না।

. প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করুন বা কাছের বন বিভাগের অফিসকে অবহিত করুন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নির্দেশনায় বাংলাদেশ বন বিভাগ পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। স্থানীয়ভাবে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষ ও সচেতন সমাজের প্রতি অনুরোধ জানানো হলো। পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আপডেট দেয়া হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More