কীটনাশক ও রাসায়নিকমুক্ত ফসল উৎপাদন করছেন মানিকগঞ্জের ঘিওরের এক উদ্যোক্তা। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন আরো অনেকে। তাদের ফসল বিক্রি হয় রাজধানীর মোহাম্মদপুরে।
চারপাশে ফসলের ক্ষেত। মাঝে গাছপালা আর লতা পাতায় মোড়ানো বাড়ি। প্রতিটি ঘর কাঠ আর বাঁশ দিয়ে তৈরি। আছে ছনের ছাউনিও। বাড়ির উঠানজুড়ে ছোট-বড় শতাধিক গাছ। সৌরভ ছড়াচ্ছে ফুল। এ চিত্র মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামের একটি খামারবাড়ির। নাম ‘প্রাকৃতিক কৃষিকেন্দ্র ও প্রাণবৈচিত্র্য খামার’। এখানে উৎপাদিত ফসল বিক্রি হয় রাজধানীর মোহাম্মদপুরে চালু করা প্রাকৃতিক কৃষি বিপণন কেন্দ্রে।
খামারের উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর দেলোয়ার জাহান। যার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে কীটনাশক ও রাসায়নিকমুক্ত ফসল উৎপাদন করছেন টাঙ্গাইল, সুনামগঞ্জ ও ঝিনাইদহসহ কয়েকটি জেলার কৃষক।