শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

রাষ্ট্রীয় শোক: স্থগিত ঢাবি ভর্তিসহ ৫ পরীক্ষা, পেছাল সমাবর্তন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চ মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তার এই আত্মত্যাগ সম্মান জানিয়ে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

এ কারণে অনিবার্য পরিস্থিতিতে শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ মোট ৫টি নিয়োগ ও একাডেমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের নির্ধারিত ৭ম সমাবর্তন অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫২৬ শিক্ষাবর্ষের ‘বিজ্ঞান ইউনিট’এর স্নাতক ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

এদিন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ও সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়। পরীক্ষাটি শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইউজিসি সূত্র জানায়, ১৫টি পদের বিপরীতে মোট ৭ হাজার ৩৫১ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বগুড়া জেলায় জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) ৪টি ক্যাটাগরির নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার অনুষ্ঠিতব্য নেকটার প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী), সহকারী ইন্সট্রাক্টর, সহকারী প্রশিক্ষক (কম্পিউটার, গবেষণা ও ইংরেজি) এবং মেডিকেল অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার নতুন তারিখ পরে সংবাদ বিজ্ঞপ্তি ও টেলিটক এসএমএসের মাধ্যমে জানানো হবে।

এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে শুক্রবার এলএলবি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে। তবে ২০২৪ সালের এলএলবি প্রথম পর্বের অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। এ ছাড়া শনিবার নির্ধারিত বিশেষ সিনেট অধিবেশন পরিবর্তন করে রবিবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর ক্যাম্পাসের একাডেমিক ভবনে আয়োজন করা হবে।

একইসঙ্গে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তন শনিবার পরিবর্তে রবিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে অনুষ্ঠিতব্য একাধিক নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পাশাপাশি সারা দেশে বিভিন্ন সাংস্কৃতিক ও আনন্দঘন অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More