বাংলাদেশের ২২তম রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। সোমবার (২৪ এপ্রিল) নবনিযুক্ত রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে এ অভিনন্দন জানান চীনের প্রেসিডেন্ট। চিঠিতে চীনের গণপ্রজাতন্ত্রী সরকার ও তার জনগণের পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান শি।
চিঠিতে তিনি উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে প্রতিবেশী এই দুই দেশ একে অপরকে সম্মান করছে। পাশাপাশি একে অপরকে সমান বলে আচরণ করাসহ পরস্পর স্বার্থসম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে সমর্থন করেছে, যা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং দেশগুলোর মধ্যে সহযোগিতার উদাহরণ স্থাপন করেছে।
চিঠিতে আরও জানানো হয়, চীন–বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে শি জিনপিং অত্যন্ত গুরুত্ব দেন। দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেয়ার জন্য উচ্চমানের এবং যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ নির্মাণের জন্য নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে তিনি কাজ করতে প্রস্তুত। চীন–বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে সামনের দিকে এগিয়ে নিতে চান শি, যাতে উভয় দেশের জনগণের উপকার হয়।
সবশেষে, চিঠিতে শি জিনপিং বাংলাদেশের সমৃদ্ধি এবং জনগণের সুখ কামনা করেছেন।
এফএম/দীপ্ত সংবাদ