রাষ্ট্রপতি নির্বাচন মনোনয়নপত্র জমাদানের শেষদিন কাল জানা যাবে, দেশের ২২তম রাষ্ট্রপতি হতে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ (শনিবার) বিকাল পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার তথ্য পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার সকালে ক্ষমতাসীন দলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করতে পারে। যেহেতু আগামীকাল (রবিবার) পর্যন্ত মনোনয়ন জমার শেষদিন সেহেতু এখনই কিছু বলা যাচ্ছে না।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার, যিনি এ নির্বাচনের ‘নির্বাচনী কর্মকর্তা’। নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ের মনোনয়নপত্র জমা দিতে হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ১৩ ফেব্রুয়ারি সোমবার। প্রত্যাহারের শেষদিন ১৪ ফেব্রুয়ারি। তবে প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে ওই দিনই একক প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।আর একাধিক প্রার্থী হলে ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে ভোট হবে।
সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। প্রত্যেক সংসদ সদস্যের একটি মাত্র ভোট থাকবে। সংসদ সদস্য হিসেবে স্পিকারও এ নির্বাচনে ভোট দেবেন।সর্বাধিক সংখ্যক ভোটপ্রাপ্ত প্রার্থীকে রাষ্ট্রপতি ঘোষণা করা হবে। আর সমান ভোট পেলে প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে ফল নির্ধারণ করা হবে।
আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে।
আল/দীপ্ত